thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

এটিএম আজহারের বিরুদ্ধে ৬ অভিযোগ গঠন

২০১৩ নভেম্বর ১২ ১২:২৮:৫৩
এটিএম আজহারের বিরুদ্ধে ৬ অভিযোগ গঠন

দিরিপোর্ট২৪ প্রতিবেদক: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

একইসঙ্গে তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৫ ডিসেম্বর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল।

বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ তার বিরুদ্ধে ৬টি অভিযোগের ভিত্তিতে অভিযোগ গঠনের আদেশ দেন।

এর আগে আদালত তার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগ তাকে পড়ে জানতে চাইলে আজহার নিজেকে নির্দোষ দাবি করেন। এ সময় তিনি বলেন, ‘শুধু জামায়াত করার কারণেই আমার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে।’

তিনি বলেন, ‘সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ৪১ বছর পর আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।’

আদেশের আগে ট্রাইব্যুনাল জানতে চান- তিনি ‘দোষী না নির্দোষ’। এ সময় তিনি বলেন, ‘আমি সম্পূর্ণ নির্দোষ।’

তিনি বলেন, ‘স্বাধীনতার ৪১ বছর পর রাজনৈতিক উদ্দেশ্য ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।’

এর আগে আসামির কাঠগড়ায় বসার চেয়ার না রাখার বিষয়ে ব্যাখ্যা দেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল বলেন, ‘বিচারপতিগণ এজলাসে উঠার সময় এবং নেমে যাওয়ার সময় উপস্থিত সবাই ট্রাইব্যুনালকে সম্মান করে দাঁড়িয়ে যান কিন্তু ওনাকে (আজহার) দাঁড়াতে দেখা যায় না। ট্রাইব্যুনালের প্রতি সম্মান প্রদর্শন না করার কারণে বসার চেয়ার সরিয়ে রাখা হয়েছে। এখন থেকে ওনি দাঁড়িয়ে থাকবেন।’

এ সময় আসামিপক্ষের আইনজীবী তারিকুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, ‘ওনি হয়ত বুঝতে পারেননি।’ আগামী দিন থেকে এমনটি হবে না এমন নিশ্চয়তা দিয়ে দুঃখ প্রকাশ করলে- ট্রাইব্যুনাল পরবর্তী দিন থেকে বসার অনুমতি দেন।

১০ অক্টোবর এটিএম আজহারের অভিযোগ গঠনের বিরোধিতা করে শুনানি করেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট শিশির মুহাম্মদ মুনির।

অভিযোগ গঠনের বিষয়ে উভয়পক্ষের শুনানি শেষে ২৮ অক্টোবর অভিযোগ গঠনের আদেশের দিন ঠিক করেন আদালত।

এর আগে ২৯ আগস্ট জামায়াত নেতা এটিএম আজহারের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম সাইফুল ইসলাম ও নুরজাহান বেগম মুক্তা।

১৮ জুলাই রাষ্ট্রপক্ষ আজহারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। পরে ২৫ জুলাই অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

গত বছর ২২ আগস্ট এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ গ্রেফতারি পরোয়ানা জারির পর ওইদিনই তার মগবাজারের বাসা থেকে গ্রেফতার করা হয়।

(দিরিপোর্ট২৪/জেআইপি/আইজেকে/নভেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর