thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

অনির্বাচিত সরকারের বাজেট দেয়ার অধিকার নেই : ফখরুল

২০২২ জুন ১১ ১৮:৪২:৪৪
অনির্বাচিত সরকারের বাজেট দেয়ার অধিকার নেই : ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক: অনির্বাচিত সরকারের বাজেট দেয়ার অধিকার নেই বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ১৫ বছরের দুঃশাসনের কারণে সরকার জনগণের শত্রুতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১০ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। এসময় ক্ষমতাসীনদের বিরুদ্ধে দেশের টাকা লুটপাট করে বিদেশে সেকেন্ড হোম করার অভিযোগ তুলে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, যারা চুরি করল, ডাকাতি করল, লুণ্ঠন করল, বিদেশে অর্থ পাচার করল পি কে হালদারের মতো, তারা টাকা ফেরত আনতে পারবে। কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। তাহলে এ সরকার, যারা এ বাজেট দিয়েছে, তারা কি সাধারণ মানুষের সরকার? তারা লুটেরা, চোর-ডাকাত তাদের সরকার।

প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, কোন বাজেট, কার বাজেট, কারা বাজেট দিয়েছে? জনগণের বাজেট দেয়ার কোনো এখতিয়ার তাদের (সরকার) নেই। গত ১৫ বছরে তারা প্রমাণ করেছে যে, তারা বাংলাদেশের মানুষের শত্রু। এরা এখন জনগণের শত্রু, এরা এখন গণশত্রুতে পরিণত হয়েছে।

বাজেটে জনপ্রশাসনে সর্বোচ্চ বরাদ্দ দেয়ারও সমালোচনা করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, আজ বাজেটে দেখবেন সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে জনপ্রশাসনে। জনপ্রশাসন হচ্ছে পুলিশ, ম্যাজিস্ট্রেট, ডিসি, ইউএনও। ওদের বেতন বাড়াচ্ছেন, ওদের বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়াচ্ছেন। জনগণের পকেট থেকে টাকা নিয়ে এটা করছেন।

গ্যাসসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন, যখন মানুষ চাল-ডাল, তেল-নুন কিনতেই হিমশিম খাচ্ছে, তখন আবার মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে গ্যাসের দাম বাড়িয়েছে। এর অর্থ হচ্ছে, এই সরকারের মানুষের প্রতি কোনো ভালোবাসা নেই। বর্তমানে ৪২ শতাংশ মানুষ দরিদ্র হয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাড়াও ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এবং ওয়ার্ড থেকে নেতকার্মীরা জড়ো হন। অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে বলেও জানান বিএনপির নেতারা।

জাহিদ বিপ্লব

(দ্য রিপোর্ট/আরজেড/ ১১ জুন, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর