thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

‘ততক্ষণ নীরব থাকি যতক্ষণ আত্মসম্মানে আঘাত না লাগে’

২০২২ জুন ১২ ১৯:৩২:৩৮
‘ততক্ষণ নীরব থাকি যতক্ষণ আত্মসম্মানে আঘাত না লাগে’

দ্য রিপোর্ট ডেস্ক: নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি ও বর্তমান সময়ের চিত্রনায়ক জায়েদ খানের সম্পর্ক বেশ ভালোই ছিল। কিন্তু গত শুক্রবার রাজধানীর একটি কনভেনশন হলে ডিপজলের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে ওমর সানি-জায়েদ খানের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমে ওমর সানির দাবি, তিনি ওই অনুষ্ঠানে জায়েদ খানকে চড় মেরেছেন। এরপরই জায়েদ খান পিস্তল বের করে গুলি করার হুমকি দেয় তাকে। কিন্তু এসব তথ্য ‘মিথ্যা’ বলে মন্তব্য করেছেন জায়েদ খান। তার দাবি—এমন কিছুই ঘটেনি।

বিষয়টি নিয়ে ওমর সানি তার ফেসবুকে সারাসরি কিছু লিখেননি। তবে আজ এক স্ট্যাটাসে এই চিত্রনায়ক লিখেন, ‘আমি ততক্ষণ নীরব থাকি যতক্ষণ পর্যন্ত আমার আত্মসম্মানে আঘাত না লাগে।’ যদিও কি বিষয়ে এমন স্ট্যাটাস দিয়েছেন তা লিখেননি। তবে নেটিজেনদের ধারণা, জায়েদ খানের প্রসঙ্গে এ স্ট্যাটাস দিয়েছেন তিনি।

এদিকে ডিপজল বলেন, ‘পুরো বিষয়টিই ভিত্তিহীন ও অসত্য।’ অন্যদিকে প্রিয়দর্শিনী মৌসুমী এখনো বিষয়টি নিয়ে মুখ খুলেননি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১২ জুন, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর