thereport24.com
ঢাকা, শনিবার, ১৫ মার্চ 25, ১ চৈত্র ১৪৩১,  ১৫ রমজান 1446

ঝিনাইদহ পৌরসভার নির্বাচন স্থগিত করল ইসি

২০২২ জুন ১৩ ১০:৫৩:৪৬
ঝিনাইদহ পৌরসভার নির্বাচন স্থগিত করল ইসি

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঝিনাইদহ পৌরসভা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বুধবার (১৫ জুন) এ নির্বাচন হওয়ার কথা ছিল। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান নির্বাচনের স্থগিত নির্দেশনা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, হাইকোর্ট এক আদেশে এক মাসের জন্য নির্বাচন স্থগিত করেছেন। হাইকোর্টের আদেশ প্রতিপালনে পরবর্তীকালে আইনগত জটিলতা পরিহারের লক্ষ্যে ঝিনাইদহ পৌরসভার ১৫ জুন তারিখে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন স্থগিত রাখার বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে ইসি। বর্ণিতাবস্থায়, উপর্যুক্ত সিদ্ধান্ত অনুযায়ী পদ্ধতিগতভাবে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে সম্প্রতি ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছিল ইসি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৩ জুন, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর