thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

ফের করোনা আক্রান্ত পরিকল্পনামন্ত্রী

২০২২ জুন ১৩ ১৪:৫৮:০৭
ফের করোনা আক্রান্ত পরিকল্পনামন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার (১৩ জুন) করোনার নমুনা পরীক্ষায় পজিটিভ বলে জানিয়েছেন চিকিৎসক।

বিষয়টি জানার পর মন্ত্রণালয়ে না গিয়ে রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে বিশ্রামে আছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আরটিভি নিউজকে বললেন, প্রথম দফায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর তিন ডোজ করোনা টিকা গ্রহণ করেছি। এখন দ্বিতীয়বার করোনা নমুনা ধরা পড়েছে। তবে জটিল কোনো উপসর্গ নেই। চিকিৎসকের পরামর্শে বাসায় বিশ্রামে আছি। আশা করি দ্রুত সুস্থ হয়ে যাব।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের দ্রুত সুস্থতায় সবার দোয়া চেয়েছেন তার রাজনৈতিক সহকারী হাসনাত হোসেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৩ জুন, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর