thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সূচক কমলেও বেড়েছে লেনদেন

২০২২ জুন ১৫ ০৮:২৩:২২
সূচক কমলেও বেড়েছে লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে (মঙ্গলবার) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

মঙ্গলবার ডিএসইতে ৮৭৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৭৬ কোটি ৭২ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে৭৯৮ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসই ওয়েবসাইট সুত্রে পাওয়া তথ্যমতে প্রধান সূচক ডিএসইএক্স সূচক ৩০পয়েন্ট কমে অবস্থান করছে ৬৩৬১পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৮৭পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৩০০পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে কমেছে ২৩৬টির, বেড়েছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৭৪ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ৫৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

(দ্য রিপোর্ট/ মা হা/ ১৪ জুন,২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর