thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ

২০২২ জুন ১৫ ০৯:৪৮:৩৮
কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ

দ্য রিপোর্ট প্রতিবেদক: কুমিল্লা সিটি করপোরেশন নিবার্চনের (কুসিক) ভোটের আগের রাতে দুই কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ জুন) সকালে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৪ জুন) গভীর রাতে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাটাবিল স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

করাত প্রতীকের প্রার্থী হুমায়ুন কবির জানান, কাটাবিল এলাকার লাটিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী আরমানুর রহমান আরমানের লোকজন টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিল। এ সময় তার লোকজন বাধা দিলে তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। তবে হুমায়ুন কবিরের তিনজন কর্মী মো. উজ্জ্বল, মো. রাফি ও মো. শাওন আহত হয়। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই অভিযোগের বিষয়ে আরমানকে মোবাইল-ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, মঙ্গলবার (১৪ জুন) গভীর রাতে এ ঘটনা ঘটে। এখনও কোনো লিখিত অভিযোগ পায়নি। তবে বিষয়টি আমরা দেখছি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৫ জুন, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর