thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

তিনদিন পর শেয়ারবাজারে উত্থান

২০২২ জুন ১৬ ১১:১১:৫৭
তিনদিন পর শেয়ারবাজারে উত্থান

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে তিনদিন ধারাবাহিক পতনের পর বুধবার (১৫ জুন) উত্থান ধারায় ফিরেছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের পাশাপাশি লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৭৪ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩০১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৮২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১৭৫টি কোম্পানির। এ ছাড়া দরপতন হয়েছে ১৬১টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

ডিএসইতে মোট ৯৪৩ কোটি ৮৮ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৭৪ কোটি ৯১ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ২৫৫ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭৭২ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫০৮ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত আছে ৩৯টির। দিন শেষে সিএসইতে ৪২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

(দ্য রিপোর্ট/ মা হা/ ১৫ জুন,২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর