thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

তামিমের পর বিদায় নিলেন মিরাজও

২০২২ জুন ১৮ ০৭:২৯:৫০
তামিমের পর বিদায় নিলেন মিরাজও

দ্য রিপোর্ট ডেস্ক: প্রথম ইনিংসে বাংলাদেশের ১০৩ রানে তামিম ইকবাল করেছিলেন ২৯ রান। প্রথম ইনিংসে ৪৩টা বল খেললেও দ্বিতীয় ইনিংসটা দেশ সেরা এই ওপেনারের জন্য ছিল ধৈর্যের পরীক্ষা। তামিম ব্যর্থ হয়েছেন এই পরীক্ষায়।

প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২৬৫ রান তোলা উইন্ডিজ বাংলাদেশকে দিয়েছে ১৬২ রান। অ্যান্টিগা টেস্ট বাঁচাতে হলে ক্যারিবীয় বোলারদের সামনে মাটি কামড়ে দাঁড়িয়ে থাকা ছাড়া উপায় নেই।

তবে তামিম ইকবাল দলীয় ৩৩ রানের মাথায় আলজারি জোসেফের বলে ক্যাচ দিয়েছেন উইকেট-রক্ষক জশুয়া দ্য সিলভার হাতে। তামিমের বিদায়ের পর দিনটা পার করে দেওয়ার আশায় ব্যাটিংয়ে পাঠানো হয় মেহেদী হাসান মিরাজকে।

কিন্তু মিরাজও আস্থার প্রতিদান দিতে পারেননি, জোসেফের বলে কাইল মেয়ার্সের হাতে ক্যাচ দিয়ে মাত্র ২ রান করে ফিরেছেন সাজঘরে। তাই শান্তকে নামতেই হলো দ্বিতীয় দিনের শেষ সেশনে। প্রথম ইনিংসে শান্ত খুলতে পারেননি রানের খাতা। দ্বিতীয় ইনিংসে দলকে কতটা এগিয়ে নিতে পারেন সেটা সময়ই বলে দেবে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৫ রান। পিছিয়ে রয়েছে এখনও ১২৭ রানে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৭ জুন, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর