thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

সিলেটে এবার রেল যোগাযোগ বন্ধ

২০২২ জুন ১৮ ১৪:৫৪:২১
সিলেটে এবার রেল যোগাযোগ বন্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক: বন্যার পানির কারণে বিমানবন্দরের পর এবার সিলেটের রেলস্টেশনও বন্ধ ঘোষণা করা হয়েছে। সারা দেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিলেটের রেল যোগাযোগ।

শনিবার দুপুর দেড়টার দিকে এমন ঘোষণা দেয়া হয়।

স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রেলস্টেশনে পানি উঠে যাওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে মৌলভীবাজারের কুলাউড়া বা সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশন পর্যন্ত রেল যোগাযোগ সচল রাখা যায় কি না এ বিষয়ে আলোচনা চলছে। এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৮ জুন, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর