thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

সিলেটে বন্যার পানিতে মায়ের কোল থেকে ভেসে গেছে শিশু

২০২২ জুন ১৮ ১৫:০৫:৫৭
সিলেটে বন্যার পানিতে মায়ের কোল থেকে ভেসে গেছে শিশু

দ্য রিপোর্ট প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথে মায়ের কোল থেকে বন্যার পানিতে ভেসে গেছে এক বছরের কন্যাশিশু।

ওই শিশু উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল জমশেরপুর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে।

শুক্রবার বিকেলে রামপাশা ইউনিয়নের রামপাশা বাজারের পশ্চিমের হাওরে নৌকা ডুবলে এমন হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর জানান, প্রায় ২-৩ দিন আগে ওই মেয়েটি অসুস্থ হলে তার মা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বন্যার পানিতে নিমজ্জিত হয়ে যায়। এ সময় নৌকায় করে বাড়িতে ফেরার পথে সেটি ডুবে গেলে পানির স্রোতে মায়ের হাত থেকে ভেসে যায় শিশুটি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৮ জুন, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর