thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১,  ২৫ রবিউল আউয়াল 1446

শরীয়তপুরে দুই ফেরির সংঘর্ষ, যুবক নিহত

২০২২ জুন ১৯ ১০:২৮:১০
শরীয়তপুরে দুই ফেরির সংঘর্ষ, যুবক নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক: শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথে শরীয়তপুরের জাজিরায় দুই ফেরির সংঘর্ষের সময় গাড়িচাপায় এক যুবক নিহত হয়েছেন।

পদ্মা নদীর টার্নিং পয়েন্টে শনিবার রাত সাড়ে ৩টার দিকে বেগম সুফিয়া কামাল ও বেগম রোকেয়া ফেরির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

৪০ বছর বয়সী নিহত খোকন শিকদারের বাড়ি ঝালকাঠির কাঁঠালিয়া থানার চিংবাখালি গ্রামে। তিনি পিকআপ ভ্যানের চালক ছিলেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেগম সুফিয়া কামাল ফেরিটি মাঝিরকান্দি থেকে শিমুলিয়া আসছিল ও বেগম রোকেয়া শিমুলিয়া থেকে মাঝিরকান্দি যাচ্ছিল। জাজিরায় পদ্মা নদীর টার্নিং পয়েন্টে দুই ফেরির সংঘর্ষ হয়। সে সময় বেগম সুফিয়া কামাল ফেরিতে দাঁড়িয়ে থাকা হারুন একটি গাড়ির চাপায় নিহত হন। তিনি পিকআপ ভ্যানে মাছ নিয়ে ঢাকা যাচ্ছিলেন।

জামাল বলেন, ‘প্রচুর স্রোতের কারণে ফেরিগুলো নিয়ন্ত্রণ রাখতে পারেনি। এখন ঘাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। সব নৌযান চলাচল করছে।’

এ দুর্ঘটনায় একজন নিখোঁজ বলে জানান মাওয়া নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাহিদুল ইসলাম।

তিনি বলেন, ‘দুই ফেরির সঙ্গে একজন পদ্মায় ছিটকে পড়ে নিখোঁজ হয়েছেন। তিনিও সুফিয়া কামাল ফেরিতে ছিলেন।’

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৯ জুন, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর