thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

অগ্নিকাণ্ডে নথিপত্রের ক্ষতি হয়নি: বাংলাদেশ ব্যাংক

২০২২ জুন ২১ ০৯:১৮:৩৯
অগ্নিকাণ্ডে নথিপত্রের ক্ষতি হয়নি: বাংলাদেশ ব্যাংক

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের চতুর্থ তলায় লাগা আগুনে নথিপত্রের ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (২০ জুন) রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও সহকারী মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার আনুমানিক বিকেল ৬টা ২০ মিনিটে বাংলাদেশ ব্যাংকের (দ্বিতীয় সংলগ্নী ভবনের ৪র্থ তলা) মেডিকেল সেন্টারে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ব্যাংকের সার্বক্ষণিক দায়িত্বে থাকা রিজার্ভ ফায়ার ব্রিগেড ইউনিট ব্যাংকের নিজস্ব ফায়ার হাইড্রেন্ট সিস্টেমের মাধ্যমে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ফলে ব্যাংকের নথিপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, ৬টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে মতিঝিল টহল ইউনিট আগুন নিয়ন্ত্রণে তাৎক্ষণিক কাজ শুরু করে। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। মোট ৪টি ইউনিটের চেষ্টায় ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২১জুন, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর