thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

বন্যার্তদের জন্য ৩০ লাখ টাকা দিলেন অনন্ত জলিল

২০২২ জুন ২১ ১৩:২৪:০৮
বন্যার্তদের জন্য ৩০ লাখ টাকা দিলেন অনন্ত জলিল

দ্য রিপোর্ট ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের জন্য ১০ ট্রাক খাবার নিয়ে যাওয়ার কথা বলেছিলেন তিনি।

এবার জানা গেল, বানভাসিদের জন্য ৩০ লাখ টাকা অনুদান দিয়েছেন এই তারকা। পাশাপাশি তার এ.জে.আই ও এ.বি গ্রুপের অফিস কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পানিবন্দি মানুষকে উদ্ধারের জন্য রেসকিউ টিম গঠন করতে।

সোমবার (২০ জুন) একটি ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্ট করেন অনন্ত। ভিডিও সূত্রে জানা যায়, অনন্ত তার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে জুম মিটিংয়ে অংশ নিয়েছেন। সেই মিটিংয়ে বন্যার্তদের সহযোগিতার প্রসঙ্গ ওঠে। সেখান থেকেই অনন্ত ঘোষণা দেন ৩০ লাখ টাকা অনুদানের।

তিনি বলেন, ‘আমরা তো আগেই ১০ লাখ টাকার খাবারসহ নানা সহযোগিতা দিয়েছি। আরও ২০ লাখ টাকা বরাদ্দ করা হোক। পরে এটা আরও বাড়ানো হবে যদি প্রয়োজন হয়।’

এর আগে ১৯ জুন ফেসবুক লাইভে এসে অনন্ত মোটা অঙ্কের সহায়তা নিয়ে বানভাসিদের পাশে থাকার ঘোষণা দেন।

তিনি বলেন, ‘সিলেটের বন্যার ভয়াবহতার কারণে এবার আমি সিদ্ধান্ত নিয়েছি, ১০-১২টা গরু কোরবানি না দিয়ে শুধু একটি বা দুটি গরু কোরবানি দেব। এই কোরবানির যত টাকা আছে তা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াব।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২১জুন, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর