thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের বাকি ম্যাচগুলো সম্প্রচার হবে টিভিতে

২০২২ জুন ২১ ২১:২১:৪৪
বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের বাকি ম্যাচগুলো সম্প্রচার হবে টিভিতে

দ্য রিপোর্ট ডেস্ক: অনেক জল ঘোলার পর অবশেষে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বাকি সব ম্যাচ সরাসরি সম্প্রচার হবে টেলিভিশনে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দেখানো হয়নি বাংলাদেশের কোনও টিভি চ্যানেলে।

স্বাগতিক ক্রিকেট বোর্ডই টিভি সম্প্রচার স্বত্ব বিক্রি করেছিল তৃতীয় পক্ষ টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের (টিএসএম) মাধ্যমে। কিন্তু টিএসএম-এর সঙ্গে বাংলাদেশের আগ্রহী চ্যানেলগুলোর সঙ্গে বনিবনা হয়নি শুরুর দিকে। তাই কোনও চ্যানেলে দেখা যায়নি ম্যাচটি।

শেষ পর্যন্ত টিভি সত্ত্ব কিনেছে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল ‘টি-স্পোর্টস’। তারা সিরিজের বাকি একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচগুলো দেখাবে।

এ বিষয়টি টি-স্পোর্টসের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বলেছেন, ‘দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল হওয়ার কারণে আমাদের দর্শকদের প্রতি দায় আছে এবং সেটা বিবেচনায় নিয়ে আমরা ওয়েস্ট ইন্ডিজ সফরের বাকি অংশ সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছি।’

শুরুর দিকে কোনও চ্যানেলে খেলা না দেখানোয় বাংলাদেশি দর্শকদের খেলা দেখতে হয়েছিল আইসিসি’র ওয়েবসাইটে ২ ডলার খরচ করে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২১জুন, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর