thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

পদ্মা সেতু নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড: অহনা

২০২২ জুন ২১ ২১:৩০:৩৬
পদ্মা সেতু নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড: অহনা

দ্য রিপোর্ট ডেস্ক: চলছে স্বপ্নপূরণের ক্ষণ-গণনা। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ তো বটেই, দেশবাসীর বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হবে আগামী ২৫ জুন। সাধারণ মানুষের পাশাপাশি এ নিয়ে উচ্ছ্বসিত দেশের শোবিজ তারকারাও।

অভিনেত্রী অহনা পটুয়াখালীর মেয়ে। ফলে বিভিন্ন সময় পদ্মা পাড়ি দেওয়ার বিড়ম্বনা তাকে সইতে হয়েছে। সেতু হওয়ার ফলে এখন খুব সহজেই বাড়ি যেতে পারবেন তিনি। ফলে গর্বের পাশাপাশি সেতু নিয়ে উচ্ছ্বসিত এই অভিনেত্রী।

অহনা বলেন, ‘গত পরশু সকালে বরিশাল থেকে লঞ্চে ঢাকা এসেছি। নাটকের শুটিং ছিল। সময় থাকলে লঞ্চ জার্নি অনেক মজার। আর সময় বাঁচাতে চাইলে সড়ক পথের বিকল্প নেই। তবে সড়ক পথে আমাদের বাড়ি যেতে পদ্মা পার হতে গিয়ে বিভিন্ন সময় বিড়ম্বনায় পড়েছি। ফেরি পার হতে দীর্ঘ সময় লেগে যেত। তাছাড়া ফেরি পারাপারে জ্যামের একটা বিষয় ছিল। সেতু হওয়ার কারণে এখন সময় কিল হবে না। মানুষ খুব আরামে যেতে পারবে। এসব ভেবে খুবই ভালো লাগছে!’

‘পদ্মা সেতু নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড অ্যান্ড হ্যাপি!’ যোগ করেন এই অভিনেত্রী।

ফটোসুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে এ প্রজন্মের অভিনেত্রী অহনা মিডিয়ায় নাম লেখান। এরপর বড়পর্দা ও ছোটপর্দা দুই ভুবনেই অভিনয় করেছেন। ব্যস্ততম এই শিল্পী মাঝখানে বিরতি নিয়েছিলেন। তবে আবারও ক্যামেরায় ফিরেছেন তিনি।

এ প্রসঙ্গে অহনা বলেন, ‘একটু মোটা হয়ে গিয়েছিলাম। যে কারণে মাঝে অভিনয় করিনি। তবে আবার নিয়মিত হচ্ছি। দীর্ঘ তিন বছর পরে বরিশালের ভাষায় একটা নাটক করলাম। এটা সিক্যুয়েল। এ ছাড়া আনিসুর রহমান রাজিবের একটা কাজ করছি। আরো কিছু কাজ রয়েছে। সেগুলো খুব শিগগিরই শেষ করবো।’

(দ্য রিপোর্ট/আরজেড/ ২১জুন, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর