thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

আফগানিস্তানে ভারতের ত্রাণ সহায়তা

২০২২ জুন ২৪ ০৯:১৬:৪৮
আফগানিস্তানে ভারতের ত্রাণ সহায়তা

দ্য রিপোর্ট ডেস্ক: যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে বুধবারের (২২ জুন) ভয়াবহ ভূমিকম্পে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহযোগিতা চেয়েছে তালেবান সরকার।

বুধবারের ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানে প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি আফগানিস্তানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিমানে করে পাঠিয়েছেন মানবিক সহায়তা।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, তালেবান ক্ষমতায় আসার পর কাবুলে অবস্থিত ভারতের দূতাবাস বন্ধ করে দেওয়া হয়। এখন আবার সেখানে দূতাবাসটি পুনরায় খোলার পরিকল্পনা করছে মোদি সরকার। এরই অংশ হিসেবে সেখানে টেকনিক্যাল টিম পাঠানো হয়েছে। এর সাথে পাঠানো হয়েছে মানবিক সহায়তাও।

বৃহস্পতিবার (২৩ জুন) এ সহায়তা পাঠানো হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী আফগানিস্তানের মানবিক সহায়তা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে তিনি টুইটারে একটি টুইট করেছেন। সেখানে তিনি বিমানের ছবি শেয়ার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৪জুন, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর