thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

মা-বাবা হতে যাচ্ছেন আলিয়া-রণবীর

২০২২ জুন ২৭ ১৩:৩৪:৩৫
মা-বাবা হতে যাচ্ছেন আলিয়া-রণবীর

দ্য রিপোর্ট ডেস্ক: মা-বাবা হতে যাচ্ছেন বলিউডের আলোচিত তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর। সোমবার (২৭ জুন) আলিয়া ভাট তার অফিশিয়াল ইনস্টাগ্রামে এই ঘোষণা দেন।

আলিয়া দুটি ছবি পোস্ট করেছেন। একটিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন আলিয়া। পাশে বসে আছেন রণবীর কাপুর। হাস্যোজ্জ্বল মুখে আলিয়া তাকিয়ে আছেন কম্পিউটার স্ক্রিনের দিকে। মূলত, ছবিটি আলট্রাসনোগ্রাফি করার সময়ে তোলা।

এ ছবির ক্যাপশনে আলিয়া লিখেন—‘খুব শিগগির আমাদের সন্তান আসছে।’ এরপর থেকে শুভেচ্ছায় ভাসছেন আলিয়া ভাট। শোবিজ অঙ্গনের অনেক তারকা তাকে অভিনন্দন জানিয়েছেন। এ তালিকায় রয়েছেন—রাকুল প্রীত সিং, রাশি খান্না, ঋদ্ধিমা কাপুর প্রমুখ।

২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া-রণবীর। তারপর দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেন এই যুগল। তাদের প্রেম-বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি।

সব জল্পনার অবসান ঘটিয়ে গত ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলসের রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এ সময় দুই পরিবারের সদস্য ও তারকা জুটির ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। বিয়ের আড়াই মাস না পেরুতেই মা হতে যাওয়ার খবর জানালেন আলিয়া।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৭ জুন, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর