thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সাত্বিক আহমেদ শাহ ডিএসইর নতুন সিএফও

২০২২ জুন ৩০ ১৪:৪৭:১৯
সাত্বিক আহমেদ শাহ ডিএসইর নতুন সিএফও

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান ও ঐতিহ্যবাহী পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে যোগ দিয়েছেন জনাব সাত্বিক আহমেদ শাহ।দীর্ঘ ২২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন জনাব সাত্বিক আহমেদ শাহ দেশের বিভিন্ন স্বনামধন্য ও নেতৃত্ব স্থানীয় প্রতিষ্ঠানের দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (৩০জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডেরউপ-মহাব্যবস্থাপকমোঃ শফিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

যোগদানের পূর্বে তিনি একুশে টিভি (এস. আলম গ্রুপ) এর অতিরিক্ত প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে কর্মরত ছিলেন। কনকর্ড গ্রুপ অব কোম্পানিজ এর হেড অব গ্রুপ অডিট এবং ইন্টারনাল কন্ট্রোল এর মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জেমকন গ্রুপ, বেঙ্গল গ্রুপ, অপসোনিন ফার্মা, স্কয়ার টেক্সটাইল (স্কয়ার গ্রুপ)-এ বিশেষ দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি স্কয়ার টেক্সটাইল লিমিটেড-এ ফাইন্যান্স এন্ড একাউন্টস ডিপার্টমেন্টে নির্বাহী হিসেবে ২০০১ সালে তার কর্মজীবন শুরু করেন।

(দ্য রিপোর্ট/মা হা/৩০ জুন,২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর