thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

সূচকের সাথে বেড়েছে লেনদেন

২০২২ জুন ৩০ ১৪:৫৭:৩০
সূচকের সাথে বেড়েছে লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও অনেক বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৯৩৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৩২ কোটি ৪ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে৮০৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসই প্রধান সূচক ২৬পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩৭৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৮৬পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২৯৫পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৫টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৫৩ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৩২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

(দ্য রিপোর্ট/ মা হা/৩০ জুন,২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর