thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

শাবনূরের নাম ব্যবহার করে প্রতারণা

২০২২ জুন ৩০ ১৭:০০:১১
শাবনূরের নাম ব্যবহার করে প্রতারণা

দ্য রিপোর্ট ডেস্ক: দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূরের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা চলছে। বিষয়টি জানা মাত্রই সবাইকে সচেতন হতে বললেন বিয়ের ফুল সিনেমার নায়িকা।

এই চিত্রনায়িকার নামে বহু ফেসবুক পেজ রয়েছে। শাবনূরের নামে থাকা ফেসবুক পেজ, আইডি ও গ্রুপ থেকে চাঁদাবাজি করা হচ্ছে। তার নাম ব্যবহার করে ফেসবুকে কে বা কারা বন্যার্তদের সাহায্যের নামে টাকা তুলছে। বিষয়টি জানা মাত্রই সবাইকে সাবধান হতে বলেছেন শাবনূর।

নিজের ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, ‘আমার নাম এবং আমার ছবি ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি ফেসবুকে আইডি খুলে মানুষের কাছে ত্রাণের নামে টাকা চাচ্ছে! আপনারা সবাই এমন প্রতারক হতে সাবধান থাকবেন! আমি এর আগেও বহুবার বিভিন্ন জায়গায় বলেছি যে আপনারা আমার নামে ফেইক আইডি খুলে এভাবে মানুষের সঙ্গে প্রতারণা করবেন না, যাতে করে আমার ইমেজ ক্ষতিগ্রস্ত হয়! আমি কখনোই চাই না, আমার কারণে কারও ক্ষতি হোক! কিন্তু আমি বারবার নিষেধ করার পরেও যারা প্রতিনিয়ত এভাবে আমার নামে ফেইক আইডি খুলে মানুষকে ঠকিয়ে যাচ্ছে, আমি তাদের নামে আইনের আশ্রয় নিতে বাধ্য হব! আপনারা সবাই এমন অসৎ ব্যক্তি হতে সাবধান থাকবেন!’

(দ্য রিপোর্ট/আরজেড/ ৩০ জুন, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর