thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

আইপিওতে পার্কওয়ে প্যাকেজিং:ইস্যু ম্যানেজার এএএ ফাইন্যান্স

২০২২ জুলাই ০১ ২০:১৭:৫৩
আইপিওতে পার্কওয়ে প্যাকেজিং:ইস্যু ম্যানেজার এএএ ফাইন্যান্স

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসবে ডিবিএল গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান পার্কওয়ে প্যাকেজিং এন্ড প্রিন্টিং পিএলসি। কোম্পানিটির আইপিওর জন্য ইস্যু ম্যানেজমেন্ট সহায়তা দেবে এএএ ফাইনান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড।

পার্কওয়ে প্যাকেজিং পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে এটি হবে ডিবিএল গ্রুপের তালিকাভুক্ত দ্বিতীয় কোম্পানি। এই গ্রুপের প্রথম কোম্পানি হিসেবে মতিন স্পিনিং মিলস লিমিটেড ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে।

জানা গেছে, পার্কওয়ে প্যাকেজিং এন্ড প্রিন্টিং পিএলসি নির্ধারিত মূল্য (Fixed Price) পদ্ধতিতে পুঁজিবাজারে আসবে। কোম্পানিটি বাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে।

গতকাল বৃহস্পতিবার (৩০জুন) ডিবিএল গ্রুপের প্রধান কার্যালয়ে পার্কওয়ে প্যাকেজিং এন্ড প্রিন্টিং পিএলসি এবং এএএ ফাইনান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের মধ্যে ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি হয়েছে। ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জব্বার ও এএএ ফাইনান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওবায়দুর রহমান এফসিএস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ, ডিবিএল গ্রুপ দেশের অন্যতম শীর্ষ একটি শিল্প গ্রুপ। গ্রুপটি বেশ কয়েক বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে যাচ্ছে।প্যাকেজিং ছাড়াও গার্মেন্টস, টেক্সটাইল, টেক্সটাইল প্রিন্টিং, ওয়াশিং, গার্মেন্টস অ্যাকসেসরিজ, প্যাকেজিং, সিরামিক টাইলস, ফার্মাসিউটিক্যালস, ড্রেজিং, আইসিটি এবং টেলিকমিউনিকেশন খাতে ব্যবসা করে আসছে ডিবিএল গ্রুপ।

ডিবিএল গ্রুপের তালিকাভুক্ত কোম্পানি পুঁজিবাজারে একটি ব্লুচিপ কোম্পানি হিসেবে স্বীকৃত। কোম্পানিটি তালিকাভুক্ত হওয়ার পর থেকে বিনিয়োগকারীদেরকে নিয়মিত ভাল লভ্যাংশ দিয়ে যাচ্ছে। এর ব্যবসায়িক প্রবৃদ্ধির ধারাবাহিকতা রয়েছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮ টাকা ৪৪ পয়সা। ওই বছরের জন্য কোম্পানিটি শেযারহোল্ডারদেরকে ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই কোম্পানির শেয়ার ৬৭ টাকা ৭০ পয়সা থেকে ৬৯ টাকা ৯০ পয়সার মধ্যে কেনাবেচা হয়েছে।

(দ্য রিপোর্ট/ মা হা ১ জুলাই,২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর