thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

৮ সিনেমায় হাজার কোটির ক্লাবে কিয়ারা আদভানি

২০২২ জুলাই ০২ ১৪:২৯:৪৫
৮ সিনেমায় হাজার কোটির ক্লাবে কিয়ারা আদভানি

দ্য রিপোর্ট ডেস্ক: নতুন নতুন অভিনেতা-অভিনেত্রীর আগমনে মুখর থাকে বলিউড। এদের মধ্যে নিজের অভিনয় দিয়ে অনেকে ইন্ডাস্ট্রিতে টিকে যান, আবার কেউ নীরবে হারিয়ে যান। বলিউডের কয়েক বছরে নতুন অভিনেত্রীদের মধ্যে যারা শক্ত অবস্থান তৈরি করে ফেলেছেন তাদের মধ্যে কিয়ারা আদভানি অন্যতম।

২০১৪ সালে ‘ফাগলি’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক কিয়ারার। আট বছরের অভিনয় ক্যারিয়ারে কিয়ারার আটটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। কিয়ারা অভিনীত আটটি সিনেমার প্রায় সবক’টি বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। সব মিলিয়ে কিয়ারার আটটি সিনেমা প্রায় ১ হাজার কোটি রুপি আয় করেছে।

কিয়ারার প্রথম সিনেমা ফাগলি যৌথভাবে প্রযোজনা করেছিলেন বলিউডের সফল নায়ক অক্ষয় কুমার। সিনেমাটি দিয়ে দর্শকের নজরে এসেছিলেন এ অভিনেত্রী। এরপর প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে কিয়ারা তার দ্বিতীয় সিনেমা ‘এম.এস. ধোনি: দি আনটোল্ড স্টোরি’তে অভিনয় করেন। তার ক্যারিয়ারে বড় ভূমিকা রেখেছে সিনেমাটি। সাক্ষী সিংয়ের চরিত্রে অভিনয় করে দ্বিতীয় সিনেমা থেকেই দর্শকের কাছে প্রিয় মুখ হয়ে ওঠেন কিয়ারা আদভানি। ‘এম.এস. ধোনি: দি আনটোল্ড স্টোরি’ আয় করেছিল প্রায় ২০০ কোটি রুপি। তবে তৃতীয় সিনেমা ‘মেশিন’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও কিয়ারা অভিনীত চারটি সিনেমা ১০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করেছে। ‘কবির সিং’ সিনেমাটি কিয়ারার ক্যারিয়ারের অন্যতম কাজ। শহীদ কাপুরের বিপরীতে কবির সিংয়ে দেখা গিয়েছে কিয়ারাকে। সিনেমাটির আয় ৩০০ কোটি রুপির বেশি। এ বছর ২০ মে মুক্তি পায় কার্তিক আরিয়ান ও কিয়ারা অভিনীত ‘ভুল ভুলাইয়া টু’। এটি এখনো প্রেক্ষাগৃহে চলছে এবং ১৮০ কোটি রুপির বেশি ব্যবসা করে নিয়েছে সিনেমাটি। অন্যদিকে জুনের শেষ সপ্তাহে প্রেক্ষাগৃহে আসে কিয়ারার অষ্টম সিনেমা ‘জুগ জুগ জিয়ো’। বক্স অফিসে ভালো অবস্থানে এটি। বরুন ধাওয়ান ও কিয়ারা আদভানির সিনেমাটি এরই মধ্যে প্রায় ৫০ কোটি রুপি আয় করেছে।

এছাড়া মুক্তি অপেক্ষায় কিয়ারার একাধিক সিনেমা। চলতি বছরে কিয়ারাকে দেখা যাবে ভিকি কৌশলের সঙ্গে ‘গোবিন্দ নাম মেরা’ সিনেমায়। অন্যদিকে দক্ষিণি তারকা রাম চরণের সঙ্গে একটি সিনেমায় দেখা যাবে কিয়ারা আদভানিকে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০২ জুলাই, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর