thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

অপূর্বকে বিয়ে করেই ছাড়লেন সাবিলা!

২০২২ জুলাই ০৬ ১২:১৪:০৭
অপূর্বকে বিয়ে করেই ছাড়লেন সাবিলা!

দ্য রিপোর্ট ডেস্ক: সাবিলা নূর তার বন্ধুদের নিয়ে রাস্তায় আড্ডা মারছিলেন। এ সময় পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন অপূর্ব। তাকে দেখেই সাবিলা তার বন্ধুদের নিয়ে সিটি বাজিয়ে উত্ত্যক্ত করা শুরু করলেন!

২০২০ সালের নভেম্বরে এমন বিস্ময়কর দৃশ্যের দেখা মেলে ‘এক্সচেঞ্জ’ নাটকে।

নাটকটি তুমুল জনপ্রিয়তা পায় এবং প্রশংসিত হয় বোদ্ধা মহলে। কারণ, পুরুষতান্ত্রিক এই সময়ে নারী নির্যাতনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ ছিলো এই নাটকের প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটে এই ঈদে একই রূপে আবারও হাজির হচ্ছেন সাবিলা নূর। এবারও তার বিপরীতে থাকছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। যেখানে দেখা যাবে পথে-ঘাটে উত্ত্যক্ত করার পর অপূর্বকে এবার বিয়ে করেন সাবিলা!

এবারও মেজবাহ উদ্দীন সুমনের চিত্রনাট্যে সিএমভির ব্যানারে ‘এক্সচেঞ্জ রিটার্ন’ নির্মাণ করলেন রুবেল হাসান।

নাটকটি বানানো প্রসঙ্গে রুবেল হাসান বলেন, আর নয় যৌতুক, আর নয় নারী নির্যাতন। নারীদের ভালোবাসুন। পারিবারিক ভায়োলেন্স বন্ধ করুন। মূলত এই দিকটাই এবারের কাজটিতে তুলে ধরার চেষ্টা করেছি আমরা।

আসছে ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হচ্ছে ‘এক্সচেঞ্জ রিটার্ন’ নাটকটি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৬ জুলাই, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর