thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

মাহির বয়স ও বডি ফিটনেস নিয়ে আজিজের বিস্ফোরক ফেসবুক স্ট্যাটাস

২০২২ জুলাই ০৬ ২১:১৮:০৭
মাহির বয়স ও বডি ফিটনেস নিয়ে আজিজের বিস্ফোরক ফেসবুক স্ট্যাটাস

দ্য রিপোর্ট ডেস্ক: ঢাকাই সিনেমার শীর্ষ নায়িকাদের একজন মাহিয়া মাহি। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে রূপালি জগতে পথচলা শুরু করেন তিনি। একই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘অগ্নি’ ও ‘অগ্নি ২’ সিনেমার সাফল্যে ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিতি পান নায়িকা। এবার নির্মিত হতে যাচ্ছে ‘অগ্নি ৩’। তবে সেখানে দেখা মিলবে না মাহির।

কিছুদিন আগে ফেসবুকে একটি পোস্টের কমেন্ট বক্সে আজিজ জানান, মাহি ‘অগ্নি ৩’-এ থাকছেন না। কারণ, এই সিনেমার জন্য যেমন ফিটনেস দরকার, সেটা মাহির নেই। আজিজ বলেছিলেন, ‘মাহির বর্তমানে বডি ফিটনেস আর ফ্লেক্সিবিলিটি নেই। বয়স হয়েছে। তাছাড়া এটা নতুন গল্প। সুতরাং মাহির থাকা উচিত নয়।’

আজিজের ওই মন্তব্যের পর ব্যাপক আলোচনা-সমালোচনা হয় নেটমাধ্যমে। এবার তার সেই মন্তব্যের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তিনি।

বুধবার (৬ জুলাই) নতুন এই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘অগ্নি-৩ এর নায়িকা নিয়ে আমার বক্তব্য সংবাদপত্রগুলো সম্পূর্ণ লিখেনি। তাই আমি নিচে আমার বক্তব্য তুলে ধরছি। অগ্নি-৩ সম্পূর্ণ একটি নতুন গল্প। অগ্নি-১ ও ২-এর সঙ্গে এই গল্পের কোনো মিল নেই। যেহেতু সিনেমাটি হলিউড থেকে হবে, ইংরেজি ও বাংলা ভাষায় হবে, তাই অগ্নি সিনেমাটি তৈরি হবে সারা বিশ্বের দর্শকের জন্য। বাংলাদেশের বাইরের লোক তো অগ্নি ১ ও ২-এর গল্প জানে না। তাই তাদের সম্পূর্ণ একটি নতুন গল্প দিতে হবে। সেইখান থেকেই শুরু হবে হবে অগ্নির নতুন ফ্রেঞ্চাইস। অগ্নি হিসেবে মাহিকে জাজেরও পছন্দ। তাই বেশ কিছুদিন আগে মাহিকে অগ্নি হিসেবে তৈরি হতে বলেছিলাম, হয়নি। হয়তো বিশ্বাস রাখতে পারেনি যে জাজ আবার অগ্নি বানাবে।

তিনি আরও লেখেন, ‘অগ্নির জন্য মাহির বডি ফিটনেস নেই বলতে বোঝাইনি যে মাহি মোটা। মাহি এখনও ফিট। কিন্তু অগ্নির জন্য বডি ফিটনেস মানে নিজের এক পায়ে দাঁড়িয়ে অন্য পা মাথার ওপর তোলা। আর এই ফিটনেস মাহির নেই। যাকে অগ্নি হিসেবে নেওয়া হবে, তাকে অবশ্যই এই ফিটনেস থাকতে হবে, অগ্নি হিসেবে সাইন করার আগেই। আর বয়স হয়েছে মানে নয় যে মাহির অনেক বয়স। আমি বোঝাতে চেয়েছি, মাহি যখন প্রথম অগ্নি করে তার বয়স ছিল ১৮-১৯। আমাদের ও এমন বয়সের অগ্নি দরকার। যে টিন এজ, কলেজে পড়ে। কিন্তু বর্তমানে মাহির বয়স ২৬-২৭। হয়তো মাহি জিম করে স্লিম হয়ে হেয়ার স্টাইল চেঞ্জ করে, বয়স কমাতে পারবে। কিন্তু, বডি ফ্লাক্সিবল করতে পারবে না। যেটা অগ্নির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে মাহি যদি নিজেকে ফিট মনে করে, তবে অডিশন দিতে পারে।’

এর আগে, বৃহস্পতিবার (৩০ জুন) ফেসবুকে নিজের ফেরিফায়েড ফেসবুক আইডিতে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ ঘোষণা দেন, ‘অগ্নি ৩, আসছে।’ তার সেই পোস্টটি নেটিজেনদের নজরে এসেছে। কেন্দ্রীয় চরিত্রে কে থাকছেন, অনেকেই সেটি জানতে চেয়েছেন।

রহমান মতি নামে একজন মন্তব্য করেছেন, ‘আমি মাহিকেই চাইব। অগ্নি সিরিজে মাহিই বেস্ট পারফর্ম করেছে।’

সেই মন্তব্যের জবাবে আবদুল আজিজ লিখেছেন, ‘বর্তমানে মাহির বডি ফিটনেস ও ফ্লেক্সিবিলিটি নেই, বয়স হয়েছে। এটা (অগ্নি ৩) একদম নতুন গল্প। তাই এখানে মাহির থাকা উচিত নয়।’

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৬ জুলাই, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর