thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

ঢাকায় আসছেন বিখ্যাত পপ তারকা ওটিলিয়া

২০২২ জুলাই ০৮ ১২:৩৬:৫৬
ঢাকায় আসছেন বিখ্যাত পপ তারকা ওটিলিয়া

দ্য রিপোর্ট ডেস্ক: বিশ্ব বিখ্যাত রোমানিয়ার পপ তারকা ওটিলিয়া ব্রুমা। ‘বিলিয়নেরা’ গানের জন্য বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন তিনি। তার এই গান শোনেনি এমন শ্রোতা খুঁজে পাওয়া মুশকিল। এবার ঢাকায় আসছেন এই তারকা গায়িকা। এটাই তার প্রথম বাংলাদেশ সফর।

জানা গেছে, ‘নোকিয়া জি-২১’ ফোনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতেই ঢাকায় আসছেন তিনি। আগামী ২৩ জুলাই বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। এতে লাইভ পারফর্ম করবেন ওটিলিয়া। ঢাকায় আসার খবর একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন এই গায়িকা।

ওটিলিয়া তার ফেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে বলেন, 'আসসালামুয়ালাইকুম বাংলাদেশ, আপনাদেরকে বলতে চাই, আগামী ২৩ জুলাই আমি প্রথমবারের মতো ঢাকায় আসছি। সুন্দর দেশে দেখা হবে আপনাদের সঙ্গে।’

৩০ বছর বয়সী এই তারকা গায়িকার জন্ম রোমানিয়ার সুসেভায়। ছোটবেলা থেকেই তিনি গানের সঙ্গে জড়িত। তবে ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গানটি প্রকাশের পর ব্যাপক পরিচিতি পান বিশ্বব্যাপী।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৮ জুলাই, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর