thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সিরিজ হারের পর লিটন বললেন, আমরা ওদের মতো ছক্কা মারতে পারি না

২০২২ জুলাই ০৮ ১২:৩৯:৫৫
সিরিজ হারের পর লিটন বললেন, আমরা ওদের মতো ছক্কা মারতে পারি না

দ্য রিপোর্ট ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি সিরিজটিও ২-০ তে খোয়ালো বাংলাদেশ। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় হোয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা পেয়েছে মাহমুদউল্লাহ বাহিনী।

তৃতীয় টি-টোয়েন্টিতে ভালো ব্যাটিং করলেও সেটি টি-টোয়েন্টি মানের হয়নি - বিষয়টি অকপটে স্বীকার করলেন বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার লিটন দাস।

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই পাওয়ার হিটারের অভাববোধ করেছিলেন ব্যাটিং কোচ জেমি সিডন্স।

সিরিজ শেষে কোচের সঙ্গে সুর মেলালেন লিটন দাসও। অকপটেই বললেন, উইন্ডিজ তারকাদের মতো চাইলেই ছক্কা মারতে পারে না বাংলাদেশের ব্যাটাররা, যা টি-টোয়েন্টিতে বেশি প্রয়োজন। পাওয়ার হিটিংয়ে বেশ পিছিয়ে আছে বাংলাদেশ।

বৃহস্পতিবার গায়ানায় কাইল মায়ার্সের ৩৮ বলে ৫৫ ও নিকোলাস পুরানের ৩৯ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ৫ উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৮ জুলাই, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর