thereport24.com
ঢাকা, শনিবার, ১৫ মার্চ 25, ১ চৈত্র ১৪৩১,  ১৫ রমজান 1446

প্রায় দেড় লাখ পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড

২০২২ জুলাই ০৮ ১৬:২৪:১৭
প্রায় দেড় লাখ পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক: বৃহস্পতিবার (০৭ জুলাই) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ০৭ জুলাই ২০২২ দুপুরে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন বাংলাদেশ সীমানায় মায়ানমারের একটি ফিশিং বোট দেখা যায়। বোটটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ উক্ত বোটটিকে থামার সংকেত দেয়। এ সময় কোস্ট গার্ড এর উপস্থিতি বুঝতে পেরে বোটটি পালানোর চেষ্টা করে। কোস্ট গার্ড সদস্যগণ বোটটি ধাওয়া করলে ২ টি প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দিয়ে বোটটি দ্রুত মায়ানমার সীমানায় প্রবেশ করে। পরবর্তীতে উক্ত বস্তা দুইটি তল্লাশী করে ০১ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৮ জুলাই, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর