thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

বেশি দামে বিক্রি হচ্ছে চামড়া, বলছেন ক্রেতারা

২০২২ জুলাই ১০ ২১:২৮:৩৩
বেশি দামে বিক্রি হচ্ছে চামড়া, বলছেন ক্রেতারা

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীতে ঈদের নামাজের পরপরই শুরু হয়েছে পশু কোরবানি। মৌসুমি ব্যবসায়ীদের ব্যস্ততার শুরু তখন থেকেই। পাড়া-মহল্লা আর অলিতে গলিতে ঘুরে চামড়া কিনছেন তারা। বেশিরভাগ চামড়া কিনছেন বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানার পরিচালনায় থাকা ব্যক্তিরা। চামড়া ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবার দাম কিছুটা ভালো। তবে বিক্রেতাদের অভিযোগ তাদের কাছ থেকে কম দামেই চামড়া কিনছেন ব্যবসায়ীরা।

এই হাটে গরুর চামড়া গড়ে ৭৫০ টাকা থেকে ৮৫০ টাকা করে বিক্রি করা হচ্ছে। আকারভেদে ৫৫০ টাকা থেকে ১০০০ টাকা করে বিক্রি করা হচ্ছে। যা সরকার নির্ধারিত চামড়ার দামের থেকে ২০০ টাকা থেকে ২৫০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। এছাড়াও গত বছরের থেকে চামড়ার দামও বেশি বলছেন তারা।

রাজধানীর খিলগাঁও মাখজানূল উলুম মাদ্রাসার শিক্ষক বকুল ইসলাম বলেন, মাদ্রাসা প্রাঙ্গনে ৫০০ চামড়া নিয়ে তিনি ক্রেতার অপেক্ষা করছেন। দুপুর তিনটার দিকে তিনি জানান, একজন ক্রেতা এসে গড়ে ৮০০ টাকা করে চামড়ার দাম বলেছেন কিন্তু তিনি আরও বেশি দামের আশা করছেন। গড়ে ৯০০ থেকে ৯৫০ টাকা করে চামড়ার দাম হলে তিনি বিক্রি করবেন। গত বছর তিনি ৬৫০-৬৭৫ টাকা দরে চামড়া বিক্রি করেছেন।

রামপুরা রোডে শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদ্রাসার অধ্যক্ষ মাহফুজুল হক কাসেমী বলেন, তিনি বিকেল ৪টার দিকে ২৭৪ পিস চামড়া গড়ে ৭৫০ টাকা দরে বিক্রি করেছেন। তবে তিনি দাবি করেন গতবার তিনি ৮৩০ টাকা দরে প্রতি পিস চামড়া বিক্রি করেছেন।

বড় মগবাজার নোয়াটোলা আল-কিবরা নূরানি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক জামান ইসলাম বলেন, এখন পর্যন্ত ক্রেতারা গড়ে ৬৫০ টাকা করে চামড়ার দাম বলেছেন। তবে গতবছর ২১০ পিস চামড়া ৫৭৫ টাকা করে বিক্রি করেছেন। তিনি আশা করছেন গতবারের থেকে ১০০ থেকে ২৫০ টাকা বেশি দামে বিক্রি করবেন এবছর।

কাঠালবাগান বাজারের মৌসুমি ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, তিনি এখন পর্যন্ত ১০০ পিস চামড়া ৮০০ টাকা দরে বিক্রি করেছেন। তবে ট্যানারি মালিকদের সঙ্গে যোগাযোগ করলে ট্যানারি মালিকরা ৭০০ টাকা দরে প্রতি পিস চামড়ার দাম বলেছেন।

তিনি আরও জানান, সরকার নির্ধারিত চামড়ার দাম গতবারের থেকে বেশি হওয়ায় তিনি এবার বোশি দামে চামড়া কিনেছেন। কিন্তু ট্যানারি মালিকরা চামড়ার দাম কম বলছেন।

উল্লেখ্য, গতবছরের তুলনায় প্রতি বর্গফুটে সাত টাকা বাড়িয়ে কোরবানির গরু ও খাসির চামড়ার দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

এ বছর কোরবানির গরুর লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ঢাকাতে ৪৭ থেকে ৫২ টাকা প্রতি বর্গফুট। গতবছর ঢাকায় গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছিল ৪০ থেকে ৪৫ টাকা।

এবার ঢাকার বাইরে গরুর চামড়ার দাম হবে প্রতি বর্গ ফুটে ৪০ থেকে ৪৪ টাকা, যা গতবছর ছিল ৩৩ থেকে ৩৭ টাকা। খাসির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুটে ১৮ থেকে ২০ টাকা। খাসির চামড়া সারাদেশে একই দামে বিক্রি হবে। গতবছর খাসির চামড়ার দাম ছিল ১৫ থেকে ১৭ টাকা।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১০ জুলাই, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর