thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

২০২২ জুলাই ১২ ১৭:৫৮:৫১
সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহার ছুটির পর আজ মঙ্গলবার পুঁজিবাজার খুলেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনেদেন শেষ হয়েছে।

মঙ্গলবার ডিএসইতে ৬৭৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০৯ কোটি ১৬ লাখ টাকা কম। ঈদের আগে ডিএসইতে৭৮৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার৩৫৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৫পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৮৪পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যেকমেছে ২০৯টিরদর, বেড়েছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৬৫ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৯ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর