thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

সূচকের ধারাবাহিক পতন ডিএসইতে

২০২২ জুলাই ১৪ ১৫:২২:০৪
সূচকের ধারাবাহিক পতন ডিএসইতে

দ্য রিপোর্ট প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৪ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। অপর বাজার সিএসইতে সূচক বৃদ্ধি পেয়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৩২৪ দশমিক ৫০ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস দশমিক ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৭৭ দশমিক ৩৫ পয়েন্টে। আর সূচক ডিএসই-৩০ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২৭৩ দশমিক ৮৫ পয়েন্টে।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৮২ কোম্পানির মধ্যে শেয়ারের দাম কমেছে ১৯৮টির,বেড়েছে ১২৯টির, এবং অপরিবর্তিত আছে ৫৫টির। ডিএসইতে এদিন ৫৮০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আরেক শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ২ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১৫৭ দশমিক ১৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক সিএএসপিআই ৪ দসমিক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৬১৯ দশমিক ৩২ পয়েন্টে এবং শরিয়াহ সূচক সিএসআই ১ দশমিক ৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৭৭ দশমিক ০৫ পয়েন্টে।

এ দিন শেষে সিএসইতে ১৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩ কোটি টাকা কম।

সিএসইতে ২৮২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ারকমেছে ১৫৯টিরদর ,বেড়েছে ৮৫টির এবং অপরিবর্তিত আছে ৩৮টির।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর