thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বেহাল অবস্থা পুঁজিবাজারে : লেনদেন কমে ৩০০ কোটির ঘরে

২০২২ জুলাই ১৯ ১৫:০৬:২৩
বেহাল অবস্থা পুঁজিবাজারে : লেনদেন কমে ৩০০ কোটির ঘরে

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবারটাকার অংকে লেনদেনের পরিমাণ ৩০০ কোটির ঘরে অবস্থান করছে। যা গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন । পাশাপাশি ডিএসইতে সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৬৩ পয়েন্ট হারিয়ে ৬১৫৩ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে মঙ্গলবার ৩১৯ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৯৫ কোটি ৯৪ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৫১৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার পর্যালোচনায় দেখা যায়, শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৪৮ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২২১৩ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যেকমেছে ৩৪৪টিরদর। বেড়েছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

আজ দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। মঙ্গলবার সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৯৫ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর