thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

ট্রেজারি সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেটে লেনদেনের উপর কর্মশালা আয়োজন করলো বিআইসিএম 

২০২২ জুলাই ২১ ১২:১৩:১২
ট্রেজারি সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেটে লেনদেনের উপর কর্মশালা আয়োজন করলো বিআইসিএম 

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) গতকাল (বুধবার) ট্রেজারি সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেটে লেনদেনের ওপর একটি কর্মশালা অনুষ্ঠান আয়োজন করেছে। অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জনাব আনোয়ার হোসেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর অতিরিক্ত পরিচালক জনাব শেখ মোঃ লুৎফুল কবির ও জনাব মোহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইসিএম এর নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার। বিআইসিএম এর সহকারী অধ্যাপক জনাব ফয়সাল আহমেদ খান অনুষ্ঠান সঞ্চালনা করেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ লি. (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লি. (সিএসই) তে শীঘ্রই ট্রেজারি সিকিউরিটিজ এর লেনদেন শুরু হতে যাচ্ছে। ট্রেজারি সিকিউরিটিজ এর লেনদেনের বিষয়ে প্রাথমিক জ্ঞান প্রদান এবং সেকেন্ডারি মার্কেটের লেনদেন সম্পর্কে সম্যক ধারণা প্রদানের জন্যই এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। ট্রেজারি সিকিউরিটিজ সেকেন্ডারি মার্কেটে লেনদেন শুরু হলে বিনিয়োগকারীরা তাদের ব্যক্তিগত বিও হিসাবের মাধ্যমে ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড প্রভৃতি লেনদেন করতে পারবেন যা তাদের বিনিয়োগ করার পরিধি বৃদ্ধি করবে এবং বিনিয়োগ করার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে। ইতোমধ্যে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

আয়োজিত কর্মশালায় পুঁজিবাজারের বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সাধারণ বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর