thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

পুঁজিবাজারে স্বস্তির বাতাস

২০২২ জুলাই ২৫ ১৫:৫০:৩৮
পুঁজিবাজারে স্বস্তির বাতাস

দ্য রিপোর্ট প্রতিবেদক :টানা ৮ কর্মদিবস দরপতনের পর সোমবার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। আজও লেনদেনের শুরুর দিকে পুঁজিবাজারে বড় দরপতন ছিল। এক সময় ডিএসইএক্স মূল্য সূচক প্রায় ৬৪ পয়েন্ট কমে ৬ হাজার পয়েন্টের নিচে নেমে গিয়েছিল। দিনশেষে সূচকটি ৬ হাজার পয়েন্টের নিচে অবস্থান করবে এমন আতঙ্ক ছিল বিনিয়োগকারীদের মাঝে। তবে বেলা শেষে আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে লেনদেন অবস্থান করছে ৬০৮২ পয়েন্টে।

সোমবার ডিএসইতে ৬৩৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৬৮ কোটি ৯৮ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে৪৭০কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩০পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬০৮২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৩২পয়েন্টে। ডিএস ৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১৭৭পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৬টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১১৫ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ১৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর