thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

আইসিসির চেয়ারম্যান হচ্ছেন সৌরভ গাঙ্গুলী

২০২২ জুলাই ২৬ ১৬:৫২:০৮
আইসিসির চেয়ারম্যান হচ্ছেন সৌরভ গাঙ্গুলী

দ্য রিপোর্ট ডেস্ক: খেলার মাঠে থেকেই পেয়েছিলেন 'প্রিন্স অব ক্যালকাটা', এরপর পেয়েছিলেন 'মহারাজা'র পদবি। মাঠ ছাড়ার পর ক্রিকেট প্রশাসনেও নিজের রাজত্ব তৈরি করেছেন সৌরভ গাঙ্গুলী। প্রথমে পশ্চিমবঙ্গ ক্রিকেট সংস্থার সভাপতি, তারপর ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান। সৌরভ গাঙ্গুলীর সাফল্যের মুকুটে এবার নতুন পালক যুক্ত হতে যাচ্ছে।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সর্বোচ্চ পদ চেয়ারম্যান হতে যাচ্ছেন তিনি। ইংল্যান্ডের বার্মিংহামে চলছে আইসিসির সাধারণ সভা, সেখানেই সৌরভ গাঙ্গুলীর নাম আলোচনায় উঠেছে। সভায় উপস্থিত বিসিবি কমকর্তা সূত্রের খবর, সৌরভ গাঙ্গুলীকে পরবর্তী আইসিসি চেয়ারম্যান করার পক্ষে বেশিরভাগ সদস্যের সম্মতি রয়েছে।

আইসিসির বোর্ড ১৬ সদস্যের, চেয়ারম্যান নির্বাচিত হতে হলে এতদিন অন্তত ১১টি ভোট পেতে হতো। তবে এবার নিয়মের কিছু পরিবর্তন আনতে যাচ্ছে বোর্ড। যেখানে ৫১ শতাংশ ভোট পেলেই নির্বাচিত হওয়া যাবে। সেই হিসাবে সৌরভের দরকার পড়বে ৯ ভোটের। যদিও বিসিবি সূত্রের খবর, এই ভোটাভুটি এবার কেউ চাইছে না। বোর্ড সদস্যদের সংখ্যাগরিষ্ঠের সম্মতিতেই নির্বাচিত করা হবে আইসিসির নতুন চেয়ারম্যানকে।

২১ নভেম্বর মেলবোর্নে অনুষ্ঠিত হবে টি২০ বিশ্বকাপের ফাইনাল। সেদিনই নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করার কথা আইসিসির। সৌরভের আইসিসি চেয়ারম্যান হওয়ার পথে একটি বাধা অবশ্য থাকছে। পরপর দু'বার ভারতীয় বোর্ডের প্রধান তৃতীয় মেয়াদে থাকতে পারবেন কিনা, তা নিয়ে সেদেশের সুপ্রিম কোর্টের একটি রায় অপেক্ষমাণ।

যদি টানা তিনবার কাউকে ভারতীয় বোর্ডের প্রধান না করার ঘোষণা আসে সুপ্রিম কোর্টের রায়ে, তাহলে নিশ্চিতভাবেই সৌরভকে আইসিসির চেয়ারম্যান পদে সুপারিশ করবে ভারতীয় বোর্ড। আর বর্তমানে সচিব জয় শাহ হয়ে যাবেন সভাপতি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৬ জুলাই, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর