thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ফের দরপতন পুঁজিবাজারে

২০২২ জুলাই ২৭ ১৬:১৪:৫৫
ফের দরপতন পুঁজিবাজারে

দ্য রিপোর্ট প্রতিবেদক :মাত্র দুই কর্মদিবস উত্থানের পর বুধবার ফের বড় দরপতন হয়েছে পুঁজিবাজারে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৪ পয়েন্ট কমেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। পাশাপাশি কমেছে ৩৩৮টি কোম্পানির শেয়ারের দাম। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে ।

বুধবার ডিএসইতে ৭৭৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫৯ কোটি ৬১ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে৮৩৮কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭৪পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার৩৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩১৯পয়েন্টে। ডিএস৩০ সূচক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৬২পয়েন্টে

আজ ডিএসইতে ৩৮০ কোম্পানি ও মিউচুয়্যাল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে কমেছে ৩৩৮ টি কোম্পানির শেয়ারের দাম,বেড়েছে ১৭ টির ও অপরিবর্তিত আছে ২৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৭৪ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর