thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

খুঁটিতে ট্রাকের ধাক্কা,বিদ্যুৎশূন্য পিরোজপুর

২০২২ জুলাই ২৮ ১২:৩৮:৩২
খুঁটিতে ট্রাকের ধাক্কা,বিদ্যুৎশূন্য পিরোজপুর

দ্য রিপোর্ট প্রতিনিধি:ট্রাকের ধাক্কায় পিরোজপুর-বাগেরহাট সংযোগ লাইনের একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো পিরোজপুর জেলায়।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দাসখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মৃনাল কান্তি বড়াল জানান।

মৃনাল বলেন, “মঠবাড়িয়াগামী একটি চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাগেরহাট-পিরোজপুর ৩৩ কেভি (কিলো ভোল্ট) লাইনের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় খুঁটিটি ভেঙে পড়লে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ কারণে পিরোজপুর জেলা এখন বিদ্যুৎশূন্য অবস্থায় আছে।”

লাইন মেরামতের অগ্রগতি কতদূর জানতে চাইলে ওজোপাডিকোর এ কর্মকর্তা বলেন, “ভোর থেকেই বিদ্যুৎ অফিসের লোকজন বিদ্যুৎ সংযোগ লাইনটি মেরামত করার জন্য কাজ করছে। বেলা ২টার দিকে বিদ্যুৎ চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।”

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর