thereport24.com
ঢাকা, সোমবার, ৬ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৭ শাওয়াল 1445

সূচক কমে ৬ হাজার পয়েন্টের নিচে 

২০২২ জুলাই ২৮ ১৪:৫৭:৫৮
সূচক কমে ৬ হাজার পয়েন্টের নিচে 

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজারে সূচক প্রতিদিনই কমছিলো। এরই ধারাবাহকিতায় এ যাবতকালের সর্বনিম্ন অবস্থায় চলে এসেছে। আজ বৃহস্পতিবারও পুঁজিবাজারে ব্যাপক দরপতন হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট কমে ৫৯৮০ পয়েন্টে অবস্থান করছে।গ ত এক বছরের মাঝে সর্বনিম্ন অবস্থা এটি।

আজ সপ্তাহের শেষদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে অনেক। আজ ডিএসইতে ৪৪১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩৩৬ কোটি ৬৫ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে৭৭৮কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০৮পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১৪৫পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যেকমেছে ৩৩৩টির দর ,বেড়েছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৮৬ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১১ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর