thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

২০২২ জুলাই ৩০ ০৪:০৬:৫৩
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

দ্য রিপোর্ট প্রতিবেদক: চাঁদপুর সদর উপজেলার বাগরাবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ জুলাই) রাতে চাঁদপুর-ফরিদগঞ্জ- রায়পুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, একটি অটোরিকশা তিনজন যাত্রী নিয়ে ফরিদগঞ্জ থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক বাগড়াবাজার এলাকায় অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পরে অটোরিকশা চালক ও অন্য দুই যাত্রীকে উদ্ধার করে হসাপাতালে নেওয়া হয়। সেখানে আরো দুইজন মারা যান।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ হোসেন বলেন, নিহত তিন জনের লাশ চাঁদপুর সদর হাসপাতালে রয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর