thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

লংকা বাংলা ও জনতা ক্যাপিটালের প্যানেল ব্রোকিং চুক্তি

২০২২ জুলাই ৩০ ০৪:৫০:২১
লংকা বাংলা ও জনতা ক্যাপিটালের প্যানেল ব্রোকিং চুক্তি

দ্য রিপোর্ট প্রতিবেদক:লংকাবাংলা সিকিউরিটিস লিমিটেড (এলবিএসএল) এবং জনতা ব্যাংকের সাবসিডিয়ারি জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেন্টমেন্ট লিমিটেডের (জেসিআইএল) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

জেসিআইএলের প্রধান কার্যালয়ে ‘প্যানেল ব্রোকিং এগ্রিমেন্ট’ শীর্ষক চুক্তিটি স্বাক্ষর হয়। চুক্তিটির উদ্দেশ্য নিরবিচ্ছিন্ন বাণিজ্য সুবিধা নিশ্চিত করা। জেসিআইএলের সিইও শহিদুল হক এবং এলএবিএসএলের সিইও খন্দকার সাফাত রেজা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেসিআইএলের পরিচালক ও জনতা ব্যাংকের ডিএমডি মো. কামরুল আহসান ডিএমডি ও সিএফও মো. নুরুল আলম, এলবিএসএলের পরিচালক ও সিটিও এসএআর মো. মঈনুল ইসলাম প্রমুখ।

এ চুক্তি দুপক্ষের মধ্যে একটি সুদৃঢ় সম্পর্ক তৈরি করবে। পাশাপাশি জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের গ্রাহকদের ট্রেডএক্সপ্রেস (এলবিএসএলের অনলাইন শেয়ার লেনদেন প্লাটফর্র্ম) ব্যবহার করে শেয়ার লেনদেনের সুবিধা দেবে, যা পুঁজিবাজারে ধারাবাহিকতা রক্ষায় ভূমিকা পালন করবে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর