thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

বাসও লঞ্চে ভাড়া কত বাড়তে পারে, জানালেন তথ্যমন্ত্রী    

২০২২ আগস্ট ০৬ ১৯:৩১:২৩
বাসও লঞ্চে ভাড়া কত বাড়তে পারে, জানালেন তথ্যমন্ত্রী
 
 

দ্য রিপোর্ট প্রতিবেদক :হঠাৎ করে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। ঢাকাসহ বিভিন্ন জেলায় পরিবহন সংকট দেখা দিয়েছে। বিশেষ করে রাজধানীতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। কিছু পরিবহন পাওয়া গেলেও দ্বিগুণ ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। এ অবস্থায় বাসভাড়া কত বাড়তে পারে, সে ব্যাপারে ধারণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (৬ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক আলোচনাসভায় তিনি বলেন, প্রতি কিলোমিটারে যাত্রী পরিবহনে খরচ বাড়বে ২৯ পয়সা। পরিবহনসহ সব খাতের মানুষের সঙ্গে বসে সরকার এই সমস্যার সমাধান করবে।

তথ্যমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাধ্যমে আশপাশের দেশের সঙ্গে মূল্য সমন্বয় করা হয়েছে। তবু অনেক দেশের তুলনায় এখনও দর কম আছে।

এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ও বাস ও লঞ্চে ভাড়া কত বাড়তে পারে, তার একটি ধারণা দিয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছেন, প্রতি কিলোমিটারে দূরপাল্লার বাসে বাসভাড়া সর্বোচ্চ ২৯ পয়সা আর লঞ্চে ৪২ পয়সা বাড়তে পারে। এ ছাড়া সিটি এলাকায় প্রতি কিলোমিটারে ২৮ পয়সা বাড়তে পারে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর