thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেয়ারে ফ্লোর প্রাইস অব্যাহত থাকবে 

২০২২ আগস্ট ১১ ২০:৪৩:৫৭
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেয়ারে ফ্লোর প্রাইস অব্যাহত থাকবে 

দ্য রিপোর্ট প্রতিবেদক:পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেয়ারে ফ্লোর প্রাইস অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিএসইসির অফিসিয়াল ফেসবুক পেইজে এ সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়েছে

বিএসইসির ওই পোস্টে উল্লেখ হয়েছে, বাজার পরিস্থিতি বিবেচনায় গত ২৮ জুলাই ফ্লোর প্রাইস নির্ধারণ করা হয়েছে, যা ৩১ জুলাই থেকে কার্যকর হয়ে বর্তমানেও বলবৎ রয়েছে।

বিভিন্ন ফোরামে কমিশনের ফ্লোর প্রাইস নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। যা কমিশন ও আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি গোচর হয়েছে।

কমিশন গুজব সৃষ্টিকারীদের শনাক্ত করছে এবং অতি দ্রুত তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর