thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

আরও ৮০ শতাংশ বাড়ছে জ্বালানী তেলের দাম

২০২২ আগস্ট ২৭ ১৩:১৫:১৯
আরও ৮০ শতাংশ বাড়ছে জ্বালানী তেলের দাম

দ্য রিপোর্ট প্রতিবেদক:জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পুরো বিশ্ব এখন টালমাটাল। তেলের দাম বৃদ্ধির পরপরই বেড়েছে নিত্যপণ্যের দামও। এরই মধ্যে ফের চলতি বছরের অক্টোবর থেকে যুক্তরাজ্যে ভোক্তা পর্যায়ে জ্বালানির দাম ৮০ শতাংশ করে বাড়ানো হবে।

রাষ্ট্রীয় নিয়ন্ত্রক সংস্থা অফিস অফ গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটি মার্কেটস (ওএফজিইএম বা অফজেম) শুক্রবার এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, মূল্যবৃদ্ধির ফলে বাসাবাড়িতে জ্বালানি বাবদ গড় বার্ষিক বিল দাঁড়াবে ৩ হাজার ৫৪৯ পাউন্ডে।

অফজেমের প্রধান নির্বাহী জোনাথন ব্রেয়ারলি বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধি যুক্তরাজ্যজুড়ে পরিবারগুলোর ওপর বড় ধরনের প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, ঊর্ধ্বমুখী বাজার পরিস্থিতির কারণে আগামী বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যে আরেক দফা বাড়তে পারে জ্বালানির মূল্য।

অফজেমের প্রধান বলেন, বর্তমান পরিস্থিতিতে পরিবারগুলোকে আরও সহায়তা দেয়া দরকার সরকারের।

তিনি বলেন, ‘সরকারি প্যাকেজের মাধ্যমে বর্তমানে সহায়তা দেয়া হচ্ছে, তবে এটা পরিষ্কার যে, অক্টোবর ও আগামী বছর বাড়তে চলা দামের প্রভাব মোকাবিলায় নতুন প্রধানমন্ত্রীকে আরও পদক্ষেপ নিতে হবে।’

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী নাদিম জাহাওয়ি জানান, আগামী ৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী হতে যাওয়া লিজ ট্রুস কিংবা রিশি সুনাকের নেতৃত্বাধীন সরকারের জন্য একটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তিনি।

অফজেম জানিয়েছে, জ্বালানির বাজার পরিস্থিতি অস্থিতিশীল হওয়ায় জানুয়ারিতে দাম কত হবে, তা নিয়ে কোনো পূর্বাভাস দেয়া হচ্ছে না।

যুক্তরাজ্যে করোনাভাইরাস মহামারির প্রভাবে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ছিল। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার পর অনেক দেশে রুশ গ্যাস সরবরাহ সীমিত হওয়ায় জ্বালানির দাম আরও বেড়ে যায়

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর