thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কমেছে লেনদেন ও সূচক

২০২২ সেপ্টেম্বর ০৫ ১৭:৩৬:৫২
কমেছে লেনদেন ও সূচক

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশের শেয়ারবাজারে সোমবার (৫ সেপ্টেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বাজারে লেনদেনের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে।

ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৮ পয়েন্ট কমে ৬ হাজার ৪৩১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৪০৪ পয়েন্টে, ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ২ হাজার ২৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৬৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৮টি কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ২৬৩টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

ডিএসইতে মোট ১ হাজার ৪০০ কোটি ৬৬ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ২৯৬ কোটি ৩৯ লাখ টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৩৩০ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭৭ পয়েন্ট কমে ১৮ হাজার ৯০৪ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৮০ পয়েন্ট কমে ১৩ হাজার ৭২৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২৭৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত আছে ৪১টির। দিন শেষে সিএসইতে ২২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর