thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

দক্ষিণ ভিয়েতনামে বারে আগুন লেগে ১২ জনের মৃত্যু

২০২২ সেপ্টেম্বর ০৭ ১৩:৪৬:১২
দক্ষিণ ভিয়েতনামে বারে আগুন লেগে ১২ জনের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক:দক্ষিণ ভিয়েতনামে একটি কারাওকে বারে আগুন লেগে ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪০ জন।

আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।

বুধবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানান। খবর:বিবিসি

জানা গেছে, ভিয়েতনামের বিন ডুং প্রদেশের বাণিজ্যিক কেন্দ্র হো চি মিন সিটির উত্তরে থুয়ান আন শহরের অবস্থিত একটি বারে মঙ্গলবার রাতে আগুন লাগে। মূলত বারটি যে ভবনে সেটির দ্বিতীয় এবং তৃতীয় তলায় আগুন লাগে। ভবনের সিঁড়িটি ঘন ধোঁয়ায় ভরে যাওয়ায় গ্রাহক এবং কর্মীরা আটকে পড়েন। তাদের মধ্যে অনেকে বাঁচতে বিল্ডিং থেকে লাফ দিতে বাধ্য হন। লাফ দেওয়ার ফলে অনেকের হাত-পা ভেঙে গেছে।

থুয়ান আন শহরের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির একজন শীর্ষ কর্মকর্তা বলেন, উদ্ধারকারী দল এখনও ঘটনাস্থলে নিহতদের সন্ধান করছে। আগুন লাগার কারণ জানা যায়নি। বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

প্রধানমন্ত্রী ফাম মিন চিন জননিরাপত্তা মন্ত্রণালয় এবং প্রাদেশিক কর্তৃপক্ষকে আগুন লাগার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৬ সালে রাজধানী হ্যানয়ের একটি কারাওকে বারে আগুন লেগে১৩ জনের মৃত্যু হয়েছিল। গত মাসে, রাজধানীর আরেকটি কারাওকে বারে আগুন নেভাতে গিয়ে তিন দমকলকর্মী মারা গেছেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর