thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ফাইনালে মুখোমুখি পাকিস্তান ও শ্রীলঙ্কা

এশিয়া কাপ আসরের পর্দা নামছে আজ

২০২২ সেপ্টেম্বর ১১ ১৪:৫৬:১৪
এশিয়া কাপ আসরের পর্দা নামছে আজ

দ্য রিপোর্ট প্রতিবেদক:এবারের এশিয়া কাপ আসরের পর্দা নামছে আজ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে ২০২২ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ। শ্রীলঙ্কার সামনে ষষ্ঠ বারের মতো শিরোপা ঘরে তোলার হাতছানি, অপরদিকে বাবর আজমদের সামনে তৃতীয় বারের মতো এশিয়া কাপ জয়ের সুযোগ। ফাইনাল ম্যাচের আগে সুপার ফোরের শেষ ম্যাচ দুই দলের লড়াইয়ে শেষ হাসিটা ছিল লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার। ট্রফি হাতে শেষ হাসিটা কার তা জানা যাবে আজ।

সুপার ফোরের নিয়মরক্ষার ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে দুই দলই তাদের একাদশে পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল।

শ্রীলঙ্কার বিপক্ষে গত ম্যাচে শাদাব খান এবং নাসিম শাহকে বিশ্রাম দিয়ে হাসান আলি এবং উসমান কাদিরকে একাদশে রেখেছিলেন বাবর আজম। দাসুন শানাকাও তাঁর দলে সেরা একাদশ নামায় নি। কিন্তু ফাইনাল ম্যাচে দুই দলই তাদের সেরা একাদশ নিয়ে মাঠ নামবে।

কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ-

পাকিস্তানের সম্ভাব্য একাদশ:
মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, আসিফ আলি, খুশদিল শাহ, হারিস রাউফ, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ:
পাথুম নিশঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চরিথ আশালঙ্কা, দানুস্কা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকশে, দাসুন শনাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহেশ থিকশানা, অসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর