thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

মুন্সীগঞ্জের মুক্তারপুরে বিএনপি ও পুলিশের সংঘর্ষে  আহত ১ জনের মৃত্যূ

২০২২ সেপ্টেম্বর ২৩ ১৬:৩১:২৭
মুন্সীগঞ্জের মুক্তারপুরে বিএনপি ও পুলিশের সংঘর্ষে  আহত ১ জনের মৃত্যূ

দ্য রিপোর্ট প্রতিবেদক:মুন্সীগঞ্জের মুক্তারপুরে বিএনপি ও পুলিশের সংঘর্ষে আহত একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে আইসিইউতে তিনি মারা যান বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।

মৃত শাওন হোসেন ভুইয়া (২৬) মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমের মুরমা গ্রামের অটোরিকশা চালক সোয়াব আলী ভুইয়ার ছেলে। বাবা-মা ও স্ত্রী ছাড়াও তার আট মাস বয়সের এক ছেলে রয়েছে।

সবজি বিক্রেতা শাওন মিরকাদিম ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে মিরকাদিম পৌর বিএনপির আহ্বায়ক মো. জসিমউদ্দিন জানিয়েছেন।

পুলিশের রাবার বুলেটের আঘাতে শাওন আহত হন বলে জসিমউদ্দিন জানান।

তবে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব তা অস্বীকার করে বলেন, পুলিশের বুলেটে নয়, অন্য কোনোভাবে শাওন আহত হন। এই সংঘর্ষের ঘটনায় স্থানীয় বাসিন্দা আব্দুল মালেকের করা মামলার ৩ নম্বর আসামি শাওন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর