thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

তারা চায় না নির্বাচনে বিরোধী দল আসুক- ফখরুল

২০২২ অক্টোবর ০৭ ১৫:৩২:২৯
তারা চায় না নির্বাচনে বিরোধী দল আসুক- ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক:যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে এ সরকার ক্ষমতায় আসতে পারবে না সেটা তারা জানে। তাই তারা নির্বাচন নিয়ে ছলাকলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, তারা চায় না নির্বাচনে বিরোধী দল আসুক।

শুক্রবার (৭ অক্টোবর) বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি না মানা পর্যন্ত আওয়ামী লীগের সাথে সংলাপের কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ জানে দেশে সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না। তাই নির্বাচন নিয়ে ছলাকলা শুরু করছে তারা।

বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতা থেকে তাদের অবশ্যই চলে যেতে হবে। আওয়ামী লীগ ক্ষমতা টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে বলেও অভিযোগ মির্জা ফখরুল ইসলাম। বলেন, এর ফলে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে।

বিরোধী দলের নেতাকর্মীদের দমাতে সরকার মরিয়া হয়ে গেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, মিছিল মিটিংয়ে নির্বিচারে গুলি করা হচ্ছে, যা জাতির জন্য লজ্জাকর।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর