thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

পৈত্রিক ভূমিতে বঙ্গবন্ধুর দুই কণ্যা

২০২২ অক্টোবর ০৭ ১৫:৩৫:০৭
পৈত্রিক ভূমিতে বঙ্গবন্ধুর দুই কণ্যা

দ্য রিপোর্ট প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো পদ্মা সেতু পাড়ি দিয়ে নিজের পৈত্রিক ভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন। এ সফরে তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও রয়েছেন।

শুক্রবার (৭ অক্টোবর) সকাল সোয়া ৭টায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন।

সকাল ৭টা ৪২ মিনিটে টোল দিয়ে পদ্মা সেতু অতিক্রম করে প্রধানমন্ত্রীর গাড়ি বহর।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী তার সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “সকাল সোয়া ৭টায় গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।”

পদ্মা সেতুর টোল প্লাজায় শেখ রেহানা বহরের ১৭টি গাড়ির টোল প্রদান করেন। ৭টা ৪৯ মিনিটে সেতু অতিক্রম করে প্রধানমন্ত্রীর গাড়ি বহর। সেতুর সার্ভিস এরিয়া-২ এ যাত্রা বিরতি করেন তারা। এরপর সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান বঙ্গবন্ধুর দুই কন্যা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর