thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

আমদানি মূল্য যাচাই ছাড়া লেনদেন নয়

২০২২ অক্টোবর ১১ ০২:৫২:১৩
আমদানি মূল্য যাচাই ছাড়া লেনদেন নয়

দ্য রিপোর্ট প্রতিবেদক:ব্যাংকগুলোকে আমদানির পণ্যের মূল্য যাচাই-বাছাই করে লেনদেন করতে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (১০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, আমদানি কার্যক্রম পরিচালনার আগেই আন্তর্জাতিক বাজার দর কিংবা সমসাময়িক সময়ে পণ্যের আমদানি মূল্য কেমন তা নিশ্চিত হয়ে ব্যাংকগুলোকে লেনদেন করতে হবে। পাশাপাশি আমদানি বাণিজ্য বিষয়ে প্রযোজ্য বিধিবদ্ধ কার্যক্রম, আমদানি নীতি আদেশের বিধান, বিদেশি সরবরাহকারীর ক্রেডিট রিপোর্টস’, কেওয়াইসি, এএমএল ও সিএফসি বিষয়ক মান পরিপালনের নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে পণ্যের দাম ওঠানামা করেছে, এ কারণে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোকে বেশ কয়েকটি আন্তর্জাতিক বাজারে মূল্য যাচাই করতে বলা হয়েছে। যেন ন্যায্য দামে পণ্য আমদানি করতে পারে।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর